ঈদ বার্তায় যা বলছেন তারকা ক্রীড়াবিদরা
এক মাস সিয়াম সাধনার পর বিশ্বব্যাপী ঈদুল ফিতর উদযাপন করছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। ক্রীড়াঙ্গনের তারকারাও ব্যস্ত রয়েছেন পরিবার কিংবা আসন্ন মাঠের সূচি নিয়ে। তবে যে যেখানেই থাকুন না কেন, বিশেষ এই দিনটি উপলক্ষ্যে বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা। প্রিয়জনদের সঙ্গে ঈদের এই মুহুর্ত যেন আনন্দ বয়ে নিয়ে আসে এমনই বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তাদের অনেকেই।
এবারের ঈদ মাগুরায় বাবা-মায়ের সঙ্গে পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে দেশের তারকা এই ক্রিকেটারকে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ছোটাছুটি এবং ইফতার করতে দেখা যায়। নিজের অফিসিয়াল ফেইসবুক পোস্টে তিনি ঈদবার্তায় বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’
No matter where you are, may you and your loved ones enjoy every moment together and may the new year bring an abundance...
Posted by Shakib Al Hasan on Thursday, April 20, 2023
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পরিবার নিয়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন আগেই। ওমরা হজের পর সেখানেই ঈদুল ফিতর উদযাপন করেন তিনি। পরিবারসহ আরাবিয়ান ঢঙ্গের পোশাকে দেওয়া ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’
তামিম ইকবাল বলছেন, ‘উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মুবারক!’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ‘সকল প্রিয় মানুষদের জানাই ঈদ মুবারক! আশা করি এই দিনটি আপনাদের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি আনুক। আমরা ভালোবাসা এবং ঐক্যের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করি।’
Eid Mubarak to all my loved ones! May this day bring joy, peace, and prosperity to your lives. Let's celebrate this...
Posted by Nigar Sultana Joty on Friday, April 21, 2023
মাহমুদউল্লাহ রিয়াদ রমজানের স্পৃহা নিয়ে পুরো বছর কাটানোর ইচ্ছাপ্রকাশ করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। পবিত্র রমজানের অনুভূতি পুরো বছরজুড়েই আমাদের সঙ্গে থাকুক এবং আনন্দ ও সম্মানের সঙ্গে জীবন পরিপূর্ণ হয়ে উঠুক।’
পবিত্র মক্কায় হজ পালনের ছবি দিয়ে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’
Eid Mubarak to you and your family! May the spirit of Ramadan stay with you throughout the year and fill your life with goodness and grace.
Posted by Mahmudullah Riyad on Friday, April 21, 2023
নারী ফুটবলার সানজিদা আক্তার নিজের ছবির সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার শেয়ার করেছেন। আরেক ফুটবলার মনিকা চাকমা লিখেছেন, ‘সারাবিশ্বে ঈদ উদযাপনকারী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
স্বর্ণজয়ী আর্চার রোমান সানা এক ভিডিও বার্তায় সালাম জানিয়ে বলেছেন, ‘আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
Eid Mubarak
Posted by Sanjida Akhter on Friday, April 21, 2023
বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ করছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ঈদগাহে সবার সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘সবাইকে সালাম ও ঈদ মোবারক। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের প্রতিদান দিক। জাজাকাল্লাহ খায়ের।’
বাবা ও সন্তানের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেছেন পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’
এএইচএস