ঈদ শুভেচ্ছায় মুখর ক্রীড়াঙ্গন
পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে বাংলাদেশে ঈদুল ফিতরের আমেজ শুরু হয়েছে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে ঈদ হবে আগামীকাল (২২ এপ্রিল)। তবে সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে আজ (২১ এপ্রিল) ঈদ পালিত হচ্ছে। সিয়াম সাধনার পবিত্র মাস শেষে মুসলমানরা মেতে উঠেছেন এই ধর্মীয় উৎসবে। অন্যতম এই প্রধান উৎসবে তারা একে অপরকে শুভেচ্ছা ও মঙ্গল বার্তা দিচ্ছেন। এই দিনে বাদ যায়নি বিশ্ব ক্রীড়াঙ্গনও। মুসলিম ধর্মাবলম্বী সমর্থকদের প্রতি শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে ক্রীড়া সংশ্লিষ্টরা।
গতকাল (২০ এপ্রিল) শিলাবৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। সফরকারী নিউজিল্যান্ড ১৮.৫ ওভার ব্যাট করলেও এরপর আর খেলা গড়ায়নি। ফলে ফলহীন ম্যাচের বাকি সময়টা দু’দল ড্রেসিংরুমে কাটিয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে হাত মিলিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সেই সময় তিনি বাবরকে ঈদ শুভেচ্ছা জানান। যদিও তাদের ঈদ বাংলাদেশের সঙ্গে একইদিন পালিত হবে।
এছাড়া ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পেইজ থেকে জানানো হয় ঈদের শুভেচ্ছা। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা লর্ডসের আইডি থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে যেসব ক্রিকেট–সমর্থক ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আমরা।’
— Tottenham Hotspur (@SpursOfficial) April 20, 2023
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ঈদ মোবারক। সারা বিশ্বে যারা উদ্যাপন করছেন, তাদের সবাইকে সুখী এবং আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা আবার শুভেচ্ছার একটা অংশ লিখেছে আরবিতেও। তারা বলছে, ‘যারা উদ্যাপন করছেন, ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।’ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোস্টের ক্যাপশন, ‘বিশ্বজুড়ে উদ্যাপন করা আমাদের সব সমর্থককে ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
ইংলিশ ক্লাব লিভারপুল তাদের ইনস্টাগ্রামে লিখেছে, ‘সারা বিশ্বে উদ্যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ লিভারপুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্যাপন করা সবাইকে ঈদের শুভেচ্ছা।’
আরেক ক্লাব ইংলিশ চেলসি লিখেছে, ‘সারা বিশ্বে উদ্যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ আর গতকাল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্যাপন করা সব রেড সমর্থকদের জানাই আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।
আরও অনেক ক্লাব ও ব্যক্তিগতভাবে ফুটবলাররা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার অ্যান্টনি রুডিগার, সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল, ফ্রাঙ্ক রিবেরি, সাদিও মানেরা।
— Antonio Rüdiger (@ToniRuediger) April 21, 2023
— Franck Ribéry (@FranckRibery) April 21, 2023
— Sadio Mané (@SMane_Officiel) April 21, 2023
এএইচএস