মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি বলল ‘আগুন আসছে’
আর মাত্র আধঘণ্টা পরই মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। যথাক্রমে দুই দলে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। এখন পর্যন্ত লিটনের অভিষেক না হলেও চলতি আসরে মুস্তাফিজ দুটি ম্যাচ খেলেছেন। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সেই কারণে তার দলে থাকা নিয়ে শঙ্কা থাকলেও, তাকে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে দিল্লি।
তিন ম্যাচ দিল্লির একাদশের বাইরে থাকার পর সর্বশেষ দুই ম্যাচে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। বিশেষ বিমানে করে ভারতে উড়িয়ে নেওয়ার পরও তাকে আগের ম্যাচগুলোতে বসিয়ে রাখায় বাংলাদেশি সমর্থকদের সমালোচনার মুখে পড়ে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা দিল্লি। কিন্তু টাইগার পেসারকে ঘিরে দলটি বরাবরই সামাজিক মাধ্যমে সরব ছিল। সে কারণে বাংলাদেশি ক্রিকেটারকে নিজেদের রিচ বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।
এদিকে, দুই ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান খরচ করে ১ উইকেট এবং পরেরটিতে ৩ ওভারে কোনো উইকেট ছাড়াই ফিজ ৪১ রান দেন। সেই একাদশে তার আবার সুযোগ মিলবে কিনা সেই জল্পনার মধ্যে তার ছবি শেয়ার করেছে দিল্লি। আসরের পাঁচটি ম্যাচে হার দেখা রিকি পন্টিংয়ের দলটি সম্ভাব্য একাদশের জন্য একটি প্রেডিকশন পোস্ট দিয়েছে। যেখানে রাইলি রুশো এবং ললিত যাদবের সঙ্গে মুস্তাফিজের ছবি জুড়ে দেওয়া হয়।
আরও পড়ুন >> অভিষেকের অপেক্ষায় লিটন, কলকাতার সম্ভাব্য একাদশ
এরপর ম্যাচ শুরুর আগমুহূর্তে মুস্তাফিজ বল করছে এরূপ একটি গ্রাফিক্স করা ছবি পোস্ট করেছে দিল্লি। যার ক্যাপশনে তারা লিখেছে, ‘আগুন আসছে।’
টানা দুই ম্যাচে সুযোগ পাওয়ার পরও এমন বাজে পারফরম্যান্সে একাদশে তার জায়গা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই তাকে টাইগার পেসারকে উদ্দেশ্য করে নিজের ইউটিউব চ্যানেলে দেশটির ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলেন, ‘আমি দলে (দিল্লি) দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও। আর মুস্তাফিজের জায়গায় রাইলি রুশোকে খেলাও। তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন আনরিখ নর্কিয়া, বাকি সব বিদেশি ব্যাটসম্যান। বোলিং তাদের ঠিকঠাকই আছে।’
এএইচএস