মরার ওপর খাঁড়ার ঘা, মুস্তাফিজদের দলে চুরি
টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে দিল্লি ক্যাপিটালস। চলতি আসরে এখন পর্যন্ত জয় না পাওয়া হতভাগা দলটির নামও দিল্লি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটির শনির দশা এবার মাঠের বাইরেও। বিমানবন্দর থেকে খোয়া গেছে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটারদের ব্যাট, প্যাড, থাই-প্যাড, গ্লাভসসহ অন্যান্য ক্রিকেট সরঞ্জাম।
গত শনিবার বিরাট কোহলিদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলেছিল দিল্লি। এরপর দিল্লিতে ফিরে আসে রাজধানীর দলটি। তবে এরই মাঝে ক্রিকেটাররা নিজেদের ব্যাগ বুঝে পাওয়ার পর সরঞ্জাম চুরির বিষয়টি বুঝতে পারেন।
দিল্লি সূত্রে খবর, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি ইয়াশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতা, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গেছে।
আরও পড়ুন: আইপিএলে ফিরে এসেছে ফিক্সিং, ক্রিকেটারকে প্রস্তাব
প্রত্যেকেই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরির বিষয়টি। ওরা আরও অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে প্রায় সবারই কিছু না কিছু খোয়া গেছে। সঙ্গে সঙ্গে লজিস্টিক্স বিভাগ, পুলিশ এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাধারণত ক্রিকেটারদের কিট ব্যাগ এবং অন্যান্য জিনিস নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার দায়িত্ব থাকে একটি সংস্থা। এতকিছুর পরও কিভাবে খোয়া গেল সরঞ্জাম বুঝতে পারছেন না কেউই। ধারণা করা হচ্ছে, ওয়ার্নারদের একেকটি ব্যাটের দামই লাখ টাকার বেশি।
এফআই