সাকিবের সঙ্গে যে বিষয়ে একমত মাশরাফিও
গেল বছর ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ শেষে সাকিব আল হাসান জানিয়েছিলেন ২০২৩ সালটা খুবই ভালো হবে দেশের ক্রিকেটের জন্য। যেই কথা সেই কাজ, চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ হারলেও পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা করেছিল হোয়াইটওয়াশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাটেই সিরিজ জয় করে বাংলাদেশ।
সাকিবের সেই কথা মিল রেখে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে জানতে চাওয়া হয় চলতি বছর সম্পর্কে। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমে মুখোমুখি হয়ে মাশরাফি এ নিয়ে বলেন, ‘দলের সেরা খেলোয়াড় যদি বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমার যেটা মনে হয় সাকিব এই কথা বলেছে কারণ সারা বিশ্বে এত অভিজ্ঞ দল আর নেই। অস্ট্রেলিয়াও বাংলাদেশের মতো এত অভিজ্ঞ না। এখন আমাদের একটা তো টুর্নামেন্ট জেতার সময়।’
মাশরাফি মনে করে এখনই ট্রফির জয়ের আসল সময়, ‘এটা এশিয়া কাপ হতে পারে, বিশ্বকাপ হতে পারে। এখন জেতার সময়। সবচেয়ে তরুণ খেলোয়াড় ধরুন, শান্ত একজন। সেও ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আপনি এরচেয়ে অভিজ্ঞ দল পাবেন না। অন্য দলে হয়ত ২ বছরের অভিজ্ঞতা নিয়ে খেলছে ৬-৭ জন। সাকিবের কথাকে আমি সমর্থন করি। এ বছর আমাদের জন্য বিরাট একটা বছর হতে পারে, যদি সবাই সুস্থ থাকে আর ফর্মে থাকে।’
এসএইচ/ওএফ