মহিলা ভলিবলের গ্রুপিং
এক সময় জনপ্রিয় খেলা ছিল ভলিবল। দলীয় এই খেলা দেখতে সত্তর-আশির দশকে ভিড় হতো স্টেডিয়ামে। সেই সোনালী দিন এখন আর নেই। তবে সাম্প্রতিক সময়ে পুরুষ ভলিবলে বাংলাদেশ আঞ্চলিক কিছু সাফল্য পাচ্ছে। নারী ভলিবলকেও সেই পথে হাঁটানোর চেষ্টা করছে ফেডারেশন।
বাংলাদেশ নারী ভলিবল দল সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে অংশ নেবে। এই টুর্নামেন্টের স্বাগতিক নেপাল। বাংলাদেশ টুর্নামেন্টের ড্রতে ‘এ’ গ্রুপে পড়েছে। স্বাগতিক নেপালের সঙ্গী কিরগিজস্তান ,বাংলাদেশ ও ভারত। বি গ্রুপেও চার দল। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন ট্রায়ালের আয়োজন করেছিল। ঈদের পর থেকে এই টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু হবে বলে জানান ভলিবলের নারী উইংয়ের সম্পাদক নিবেদিতা দাস,‘ট্রায়ালের মধ্যে ২৩ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছে। ঈদের পর ২৫ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে।’
এজেড/এফআই