এমন ম্যাচ আবার কবে হবে কেউ জানে না : লিটন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে রোববার দেশ ছেড়েছেন লিটন দাস। এই মুহূর্তে টাইগার ওপেনার অবস্থান করছেন কলকাতায়। সেখানে পৌঁছানোর পর বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। সেখানে পৌঁছানোর পরই অবশ্য শেষ ম্যাচের জয়ের নায়ক রিংকু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিং নিয়ে কথা বলেছেন লিটন।
সোমবার দিবাগত রাতে কলকাতার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তারা। সেখানে লিটনকে কথা বলতে শোনা যায় শেষ ম্যাচের জয় নিয়ে। শুরুতে লিটন বলেন, ‘নামার পর শুনলাম যে ম্যাচ আমরা জিতে গিয়েছি। এর থেকে ভালো অনুভূতি আর হতে পারে না। আর রিংকু আসলে অসাধারণ খেলেছে।’
পরবর্তীতে প্রশ্নকর্তা বলেন, রিংকু আগের দিনেও কয়েকটি রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছে লিটনের জবাব, ‘হ্যাঁ ও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’
শেষ ম্যাচে ১ ওভারে ৩১ রান তুলে জয় পাওয়া কলকাতার এই ম্যাচটা এবারের আইপিএলের প্রথম ১০টা সেরা খেলার একটা কি না এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘মনে তো হচ্ছে। এরকম তো কখনো হয়নি যে এক ওভারে ৩০ এবং ৫..২৯ মতো ৫ বলে ২৮ পাঁচটা ৬ খুব রেয়াললি দেখা এটা ক্রিকেটে। এটা আবার কবে হবে কেউ জানে না।’
এসএইচ/ওএফ