সন্ধ্যায় দেশ ছাড়ছেন লিটন, মাঠে নামবেন কবে

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় খেলা হচ্ছে না সাকিবের। অন্যদিকে, জাতীয় দলের ব্যস্ততায় এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটনও।
বিজ্ঞাপন
অবশেষে অপেক্ষার পালা ফুরোতে যাচ্ছে। আজ (রোববার) সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন টাইগার উইকেটকিপার এই ব্যাটার। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে, আজ সন্ধ্যা সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন লিটন।
আরও পড়ুন : মুস্তাফিজকে নিয়ে দিল্লির ‘নাটক’
বিজ্ঞাপন
সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন
লিটনের কলকাতা টিমে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।
বিজ্ঞাপন
আরও পড়ুন : আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা তো ভালো: পাপন
তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।
এসএইচ/এফআই