১৪ হাজারি ক্লাবে মুশফিক, সতীর্থকে নিয়ে যা বললেন সাকিব
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ (শুক্রবার) মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রান করার মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
এখন পর্যন্ত ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ১৪ হাজার ৪৩ রান। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৭৫টি।
ক্যারিয়ারে বাজে সময় পার করছিলেন মুশফিক। তাকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সমালোচকদের দারুণ জবাব দিচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে মুশফিকের মধ্যে কোনো পরিবর্তন দেখেন কি না এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল সাকিব আল হাসানের কাছে। তবে টাইগার এই অধিনায়ক জানালেন তিনি ২০০৩ যেমন দেখেছেন, এখনো তেমন দেখেন।
সাকিব যেমনটা বলছিলেন, 'মুশফিক ভাইয়ের সঙ্গে আমি ২০০৩-এ প্রথম অনূর্ধ্ব-১৫ খেলেছি, এরপর থেকে একসঙ্গে খেলছি। তখনও যেমন দেখেছি, এখনও তেমনই।'
পারফরম্যান্স কখনো খারাপ কিংবা ভালো সেই প্রসঙ্গ টেনে সাকিব আরো বলেন, 'এটা তো হয়ই। আমি নিশ্চিত পরিবারের সঙ্গে সবার সবসময় সুসম্পর্ক থাকে না। পারফরম্যান্সও ওরকম ওঠা-নামার ভেতরে থাকে। অভিজ্ঞতা যখন থাকে ওটা কীভাবে ওভারকাম করতে হয় সেটা জানে। এই ফেসগুলো সবাই পার করে আসছে। যারা ১০-১৫ বছর খেলে তাদের সবারই এমন থাকে।'
এসএইচ/এফআই