আইপিএল নয়, সাকিবরা খেলবে টেস্ট: পাপন
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। তবে এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাংলাদেশ থেকে এবার তিন ক্রিকেটার দল পেয়েছেন আইপিএলে, যে কারণে দর্শকদের আগ্রহও একটু বেশি।
অবশ্য ৪ এপ্রিল থেকে টেস্ট ম্যাচ থাকায় বিপত্তি বেঁধেছিল শুরু থেকেই সাকিবদের আইপিএল খেলা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে সাকিবকে পাওয়া যাবে আইপিএলের শুরু থেকে। এমনকি এনওসিও পেয়েছেন তিনি। তবে বিসিবি সভাপতি সেসব গুঞ্জন উড়িয়ে দিলেন। বিসিবি বস জানালেন সাকিবের আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলার কোনো কারণ তিনি দেখেন না।
শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে আইপিএল ইস্যুতে তিনি বলেন, 'আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের (সাকিব-মোস্তাফিজ-লিটন) ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।'
এ সময় এনওসি ইস্যুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে।'
সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।' বাংলাদেশের তিন ক্রিকেটার আইপিএলে তাদের নিয়ে প্রত্যাশা কেমন এমন প্রশ্নে পাপন বলেন, ‘খেলাবে কি না তাও জানি না।'
এসএইচ/এইচজেএস