সাকিব-মুস্তাফিজ আইপিএল খেলতে যাচ্ছেন কবে?
নিজেদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের পর তারা আতিথ্য দিচ্ছে আয়ারল্যান্ডকে। ইতোমধ্যে ইংলিশদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর আইরিশদের বিপক্ষেও একই ধারাবাহিকতা নিয়ে টাইগাররা মুখোমুখি হয়েছে। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান ও লিটন দাসরা। তবে তাদের আইপিএলে অংশগ্রহণের বিষয়ই আলোচনার বেশিরভাগ অংশ দখল করে নিচ্ছে। তাই বর্তমানে সবারই একই প্রশ্ন- সাকিবরা কবে যাচ্ছেন আইপিএলে?
ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ শেষে লিটন দাসকে ছুটি দেওয়ার ব্ষিয়টি মোটামুটি নিশ্চিত হয়েছে। তবে সাকিব-মুস্তাফিজরা তার আগেই ভারতের উদ্দেশে উড়াল দেবেন। বাংলাদেশ থেকে এবার এই তিন ক্রিকেটারই দল পেয়েছেন আইপিএলে। দেশীয় দর্শকদের আগ্রহও তাই বেশি।
আরও পড়ুন : কলকাতার ‘ডাক্তার’ লিটন, ‘অক্সিজেন’ সাকিব
জানা গেছে, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আগামী ৩ এপ্রিল ভারতের বিমান ধরবেন। আসরের শুরু থেকেই কলকাতা শিবিরে দেখা যাবে না লিটন দাসকে। টেস্ট ম্যাচ শেষ করেই তিনি ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন। এদিকে তার আগে সাকিব দেশ ছাড়লেও এর মধ্যে ডিপিএলে একটি ম্যাচ খেলারও গুঞ্জন রয়েছে।
সাকিব ছাড়াও মোহামেডান দলে দেখা যাবে রনি তালুকদার এবং মেহেদী হাসান মিরাজকে। এর আগে আজ (৩১) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এসএইচ/এএইচএস