ব্রাজিলকে হটিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠছে আর্জেন্টিনা
কত চন্দ্রভুক অমাবস্যার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। উৎসবে ভাসল একটা জনপদ। তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটছে আকাশী-সাদাদের। চলতি সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে প্রীতি ম্যাচ ছাপিয়ে আরেকবার যেন চ্যাম্পিয়ন উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য পায় দেশটি। তবে মধুর এমন আবহের মধ্যেও একটা খচখচানি থেকেই যাচ্ছে। আর তা হচ্ছে ফিফা র্যাঙ্কিং।
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এরপর সর্বশেষ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরে গেছে তারা। এতকিছুর পরেও এখনো র্যাঙ্কিংয়ে শীর্ষে সেলেসাওরা।
অন্যদিকে, কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র্যাঙ্কিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে আর্জেন্টিনা। আলবিসিলেস্তে সমর্থকদের জন্য যা মেনে নেওয়া কঠিনই। তবে সুখবর হচ্ছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিনে’র।
আরও পড়ুন: মেসিকে পেতে জোট বাঁধল ২৯ ক্লাব!
অন্যদের তুলনায় ফিফার র্যাঙ্কিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ে অবস্থানসহ আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এ হিসেবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে চলে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিনে’র।
আর তাই বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র্যাঙ্কিংয়ের দুইয়ে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে।
এছাড়া দুইয়ে জায়গা করে নেবে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। ছয় বছর পর আবারো শীর্ষে ওঠে আসার হাতছানি তাদের সামনে।
এফআই