ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

এর থেকে ঝোড়ো শুরু আর কি হতে পারতো!
বিজ্ঞাপন
শুরু থেকেই বোলারদের ওপর চড়াও দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। বলে বলে বাউন্ডারির মার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল বিনা উইকেটে ৮১ রান। পাওয়ারপ্লেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
এর আগের সর্বোচ্চ ছিল ৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে। নতুন রেকর্ড গড়ার পথে ১৯ বলে ৪০ রান করেছেন লিটন। রনি খেলছেন ১৭ বলে ৩৮ রানে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন দাস। লিটনের পর বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার রনি তালুকদার। এ দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতে রেকর্ড রানই (৮১) তুললো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
বিজ্ঞাপন
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
এফআই