৭৬ রানে গুটিয়ে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার
ভারত বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিততে হতো লঙ্কানদের। অথচ এমন গুরুত্বপূর্ণ সিরিজে তাদের শুরুটা হয়েছে ১৯৮ রানের বড় হার দিয়ে। রান তাড়ায় ৭৬ রানে অলআউট হয়ে লজ্জার এক রেকর্ডও গড়েছে শ্রীলঙ্কা। ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা দুই ওয়ানডেতে একশ'র নিচে অলআউট হয়েছে তারা।
শুরুতে ব্যাটিং করতে নেমে ৩ বল বাকি থাকতে ২৭৪ রান তোলে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানের মধ্যে তারা দুই ওপেনারকেই হারায়। এরপর ২০ রানে কুশাল মেন্ডিস ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান এসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল চামিকা করুনারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০)। শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন হেনরি শিপলি। এই ডানহাতি পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ড্যারিল মিচেল ও ব্লাইয়ার টিকনার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অল আউট হয়েছে ২৭৪ রান। অধিনায়ক টম লাথাম বাদে বাকি সবাই পেয়েছেন দুই অঙ্কের দেখা। যদিও বড় ইনিংস খেলেছেন কেবল ফিন অ্যালেন। তিনি ৫১ রান করে ফিরেছেন। তার ইনিংস জুড়ে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।
অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি রাচিন রবীন্দ্র। তিনি ৫২ বলে করেছেন ৪৯ রান। মিচেল ৫৮ বলে করেন ৪৭ রান। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৪২ বলে ৩৯ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৪৩ রানে ৪ উইকেট নেন চামিকা। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড।
এইচজেএস