সাকিবের মতো বিশ্বসেরা হতে চান মিরাজ
বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে বিচরণ তার। লাল-সবুজের সমর্থকদের একটা আক্ষেপ, সাকিবের মতো আরেকজন ক্রিকেটারের জন্য। টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে মুগ্ধতা আর প্রশংসার পাশাপাশি এমন হাহাকারও শোনা যায় কান পাতলে। সেখানেই আশার কথা শোনালেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পান বলে জানিয়েছেন মিরাজ।
বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে প্রশ্ন করা হয় সাকিব না থাকলে তার অভাব পূরণ করার বিশ্বাস আছে কি না। জবাবে মিরাজ বলেন, 'বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই বিশ্বাস করি।’
মিরাজের ভাষ্যে, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।’
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘দলের ভেতর যদি উইনিং খেলোয়াড় একজন থাকে, আমরা বিশ্বাস করি ও জেতাতে পারে, আর কেউ পারে না, হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।’
মিরাজ যোগ করেন, 'আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।'
এসএইচ/এফআই