সিরিজ হারে হতাশ হলেও বাংলাদেশকে কৃতিত্ব বাটলারের
ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার আগে হয়ত জস বাটলার কল্পনাও করেননি এভাবে সিরিজ হারের কথা। সেটাও আবার হারতে হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। কয়েক মাস আগেই এই ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। সিরিজ হারের পর তাই হতাশার কথা গোপন করলেন না ইংলিশ অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাটলার। সিরিজ হারের হতাশা থাকলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুলেননি এই ইংলিশ অধিনায়ক, ‘সিরিজ হেরে হতাশ। তবে অবশ্যই বাংলাদেশের কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো খেলেছে।’
প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে রোববার (১২ মার্চ) মিরপুরে খেলতে নেমে মাত্র ১১৭ রানের পুঁজি গড়তে পারে ইংল্যান্ড। তখনই মূলত ইংলিশদের হার নিশ্চিত হয়ে গেছে। যদিও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়টা কিছুটা পিছিয়েছে কেবল।
স্লো উইকেট হলেও এত অল্প রান যথেষ্ট মনে করেন না বাটলারও। বলেন, ‘যথেষ্ট ছিল না। কিন্তু আমার মনে হয় অসাধারণ বোলিং প্রদর্শনী ছিল, খেলাটা গভীরে নেওয়া গেছে। এই রান তাড়া করায় বাংলাদেশকে ভালো চাপে ফেলেছে বোলাররা। ভিন্ন ধরনের টি-টোয়েন্টি ম্যাচ, লো স্কোরিং। আগামী ১০-১৫ মাসে আমাদের খেলার জন্য গুরুত্বপূর্ণ।’
উইকেটকে দায় না দিয়ে বাটলার বললেন, ‘উইকেট এমনই প্রত্যাশা করেছিলাম। আগে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছি, ওরকমই ছিল পিচ। আমার মনে হয় চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের মানিয়ে নিয়ে ভালো করতে হতো। ১০-১৫ রান এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ। আমাদের বোলিং পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সৌভাগ্যবান যে উইকেট নিতে পেরেছি বেশ কিছু। বাংলাদেশকেও অনেক চাপে ফেলতে পেরেছি।’
এসএইচ/এফআই