মিরপুরে সিরিজ জয়ের খুশিতে ভাসছে দর্শকরা
অবশেষে ইতিহাস ধরা দিল, হ্যাঁ এভাবেও দেখিয়ে দেওয়া যায়। বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জস বাটলারের দলকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের এমন জয়ে শেরে-ই বাংলায় খেলা দেখতে আশা দর্শকদের মনে আনন্দের জোয়ার নিয়ে এসেছে। রোববারর স্টেডিয়াম ভর্তি দর্শক ছিল মিরপুরের মাঠে। খেলা শেষে দর্শকদের মনে ছিল যেন ঈদের আনন্দ। মাঠ ত্যাগ করার সময় স্লোগানে মুখরিত ছিল স্টেডিয়াম প্রাঙ্গন।
মাঠের দর্শকদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল 'সাকিব-সাকিব'। আবার কখনো 'শান্ত-শান্ত'। মাঠ ত্যাগ করার সময় কবির নামের এক দর্শক বলছিলেন, ' ইংরেজদের হারাতে পেরে দারুণ খুশি। এই জয় প্রত্যাশিতই ছিল। প্রথমবার সিরিজ হারালাম তাদের, বেশ ভালো লাগছে। সাকিব ভাইকে অনেক ধন্যবাদ এমন জয় উপহার দেওয়ার জন্য।'
এসএইচ/এইচজেএস