ইংল্যান্ড ‘৪০০’ রান করলেও জয়ের জন্যই খেলতাম : তামিম
বাংলাদেশের সামনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩২৬ রানের বড় টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। তবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। ফলে প্রথম ম্যাচের মতো লড়াই জমাতেও ব্যর্থ হন তারা। যেন লড়াই করার আগেই ম্যাচ হেরে বসেন তামিম বাহিনী। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানালেন '৪০০' রান হলেও ম্যাচ জয়ের জন্যই খেলতেন তারা।
তামিম বলছিলেন, 'ওরা যদি ৪০০ রানও করতো, আমরা চেষ্টা করতাম। পারি বা না পারি সেটা অন্য ব্যাপার। কিন্তু চেষ্টা করতাম। আমার কাছে মনে হয় আমি ও সাকিব যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি। কিন্তু যেটা বললাম, ব্যক্তিগতভাবে ৩০-৩৫-৫০ রান এই লক্ষ্য তাড়ার জন্য যথেষ্ট না।’
৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা তামিম বলছিলেন , ‘আজ থেকে যদি ধরেন ১০-১২ বা ১৫ বছর আগে আমরা এই পরিস্থিতিতে থাকতাম, আমরা একটা সম্মানজনক সংগ্রহের কথা চিন্তা করতাম হয়তো। কিন্তু এই ম্যাচে ৩/৪টা উইকেট পড়ে যাওয়ার পরও আমি আর সাকিবের জয়ের চিন্তাই ছিল। আপনার মাঝেমধ্যে রিবিল্ড করতে হবে।’
তামিম আরও বলেন, ‘যখন তিনটা উইকেট পড়ে যায়, তারপর একটু সময় নিতে হবে। এ কারণেই কিন্তু আমরা এভাবে মেরে খেলার চেষ্টা করেছিলাম। আমরা চাচ্ছিলাম যতটুকু আগাতে পারি। তিন উইকেট পড়ার পরই যদি হার মেনে নিতাম, তাহলে খেলাটা অন্যরকম হতো।’
এসএইচ/এএইচএস