মিরপুরের গ্যালারিতে দর্শক কম কেন?
হোম অব ক্রিকেট মানেই যেন দর্শকদের উপচেপড়া ভিড়, উল্লাস আর লাল-সবুজের শোভাযাত্রা। তবে এবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুরের গ্যালারিতে তেমন দর্শক উপস্থিতি দেখা গেল না। যদিও ম্যাচের আগের দিন মঙ্গলবার টিকিট কিনতে দেখা গেছে হাজার হাজার দর্শককে।
তবে বুধবারের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও স্টেডিয়ামের অর্ধেকও পূর্ণ হয়নি। এমনকি মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডেও ছিল দর্শকদের কমতি।
সবশেষ ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও মিরপুরের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। তবে ইংল্যান্ড সিরিজে ঠিক তার উল্টোটা। বিশেষ করে সর্বনিন্ম দামের ২০০ টাকার ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির দিকে তাকালে বোঝা যাচ্ছে ঠিক কতটা দর্শক কম হোম অব ক্রিকেটে! যেখানে এই গ্যালারিতে প্রতিটি ম্যাচেই উপচেপড়া ভিড় থাকে সেখানে আজ শুধুই হাহাকার। যদিও বিকাল নাগাদ কিছুটা সিট পূরণ হলেও বেশিভাগ জুড়েই রয়েছে ফাঁকা।
চলতি ওয়ানডে সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি ১০০০, ক্লাব হাউজ ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
এসএইচ/এফআই