বাটলারকে ফিরিয়ে বাংলাদেশের আশা বাড়ালেন তাসকিন
প্রথম তিন উইকেট ভাগাভাগি করে নিলেন দুই স্পিনার। তবে চতুর্থবার সাফল্য পেলেন পেসার তাসকিন আহমেদ। টাইগার স্পিডস্টারের লাফিয়ে ওঠা বলে পুশ করতে গিয়ে এজড হয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। স্লিপে থাকা শান্ত ক্যাচ তালুবন্দি করতে ভুল করলেন না।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল সফরকারীরা।
জয়ের জন্য ইংল্যান্ডের চাই ২১০ রান। হাতের নাগালেই বলা চলে। তবে এমন লক্ষ্য তাড়া করতে নেমে বেশ বিপাকে সফরকারীরা।
সাকিবের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফেরান ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে। সাকিবের দেখানো পথে হাঁটেন তাইজুলও। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে দলকে এনে দিলেন সাফল্য।
তাইজুলের জোরের ওপর করা বলটি একটু সরে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন সল্ট। গতির কারণে ব্যাট খেলতে পারেননি তিনি। তার প্যাডে লেগে বল ছোবল দেয় স্টাম্পে। উল্লাসে মাতে বাংলাদেশ শিবির।
স্পিন ধরছে মিরপুরে। আর তাতে আশা বাড়ছে বাংলাদেশেরও। সল্টের পর তাইজুলের দ্বিতীয় শিকার জেমস ভিন্স। ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভিন্স, তবে মিস করে গেছেন পুরোপুরি। উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিক ভুল করলেন না। ৯ বল খরচায় ভিন্স করলেন মোটে ৬ রান।
তবে এই মুহূর্তে বাংলাদেশের পথের কাটা থিতু হয়ে যাওয়া ডেভিড মালান। যদিও তাইজুলের বলে সুযোগও এসেছিল তাকে সাজঘরে ফেরানোর। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান টপ অর্ডার ব্যাটসম্যান। এই মুহূর্তে ব্যক্তিগত ৬২ বলে ৩৬ রানে ব্যাট করছেন ইংলিশ এ ওপেনার। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন উইল জ্যাকস।
এফআই