বাংলাতেই আদিলের উইকেট উদযাপন করল ইংলিশরা
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয়েছে। এই ম্যাচে পেসারদের গতির ঝড়ের সঙ্গে ঘূর্ণি দেখাচ্ছেন ইংলিশ স্পিনাররা। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়েছেন লেগ-স্পিনার আদিল রশিদ। দলের জন্য তার এই অবদানের পর ইংলিশরা সেটি অনলাইনেও উদযাপন করেছে। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদকে বাংলাতেই অভ্যর্থনা জানিয়েছে তারা।
এদিন উইকেটে থিতু হতে থাকা মুশফিকুর রহিম রানের জন্য বেশ কাঠখড় পোহাতে হচ্ছিল। ৫১ রানে দুই ওপেনারের বিদায়ে বেশ চাপে পড়ে যায় টাইগাররা। পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করতে থাকেন মুশফিক। ৩৪ রানে তার রান যখন ১৭ তখনেই উইকেটে আঘাত হানেন আদিল রশিদ। দলীয় স্কোর তখনো একশ’র অঙ্ক ছুঁতে পারেনি।
— England Cricket (@englandcricket) March 1, 2023
এরপর সাকিব আল হাসান দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। তখন স্কোর কতটা বাড়িয়ে নেওয়া যায় সেই চিন্তাই ছিল টাইগারদের। কিন্তু তাতে আবারও বাধ সাধেন রশিদ। ব্যক্তিগত ৫৮ রানেই তিনি শান্তকে ফেরান।
এরপর রশিদের উদযাপনে অনলাইনে সঙ্গী হয় ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেইজ। সেখানে একটি আগুনের ইমোজির সঙ্গে তারা বাংলায় লেখেন, ‘আগুন লেগেছে আদিল রশিদের’।
এএইচএস