নারী ফুটবলারদের সঙ্গে সেলফি নিলেন আর্জেন্টিনার মন্ত্রী
কাতার বিশ্বকাপ চলাকালে দেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল বাংলাদেশের নাম। সেজন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং মহাতারকা লিওনেল মেসিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
সেই কৃতজ্ঞতা এখনো দেখিয়ে চলেছে দেশটি। ক্রীড়া ও বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চলেছে আর্জেন্টিনা। বাফুফে ভবনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফেইরাকে অভ্যর্থনার এক পর্যায়ে নারী ফুটবলারদের সঙ্গে সেলফি তুলেছেন তিনি।
আজ সকাল থেকেই বাফুফে ভবনে সাজ সাজ রব। উপলক্ষ্য, ভবনে পা রাখবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। দুপুর গড়িয়ে বিকেল হতেই ভবনের নিচে ফেডারেশনের কর্তারা একে একে জড়ো হতে থাকেন। পরবর্তীতে বিশ্বজয়ী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান তারা।
এ সময় বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে মন্ত্রীর সঙ্গে বাফুফে কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এরপরই অ-১৭ নারী ফুটবল দল লাল-সুবজে ভাগ হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। বিশ মিনিটের ম্যাচটি গোলশুন্য ড্র হলেও বাফুফের আয়োজন ও মেয়েদের খেলা মনে ধরেছে আর্জেন্টাইন মন্ত্রীর।
এরপরই ঘটে অবাক করা ঘটনা! মেয়েদের মেডেল প্রদানের পর সবাইকে মঞ্চে রেখে কয়েক কদম সামনে এগিয়ে গিয়ে মন্ত্রী নিজের মোবাইলে সেলফি নেন। মঞ্চে ওঠার সময়ও কয়েকবার সবাইকে ফ্রেমবন্দী করেন তিনি।
প্রীতি ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। তার কণ্ঠেও রিভারপ্লেট কর্মকর্তার মতোই সুর, ‘এখানে এসে খুব ভালো লাগছে। অনেকটা নিজের ঘরের মতোই মনে হচ্ছে। সামনে আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে’।
এ সফর প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ‘এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। আমাদের ফুটবল উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে। ইতোমধ্যে একটা ক্লাব এসেছে, তারা কাজ করছে। এটা মাত্র শুরু’।
আর্জেন্টিনা সরকারের সঙ্গে বাংলাদেশের চার বছরের দ্বিপাক্ষিক চুক্তির কথা উল্লেখ করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘চার বছরের চুক্তিতে অর্থ ও বাণিজ্যের পাশাপাশি খেলাধুলার বিষয়ও রয়েছে। যেখানে আমরা কীভাবে উপকৃত হতে পারি, বিশেষ করে ফুটবলে সে বিষয়ও লিপিবদ্ধ করা হয়’।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাফুফের নির্বাহী কমিটির উর্ধ্বতন কর্মকর্তাদের সবাই উপস্থিত ছিলেন। যদিও ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সবসময় এই শীর্ষ কর্তাদের দেখা মেলে না। নির্বাহী কমিটিতে থাকা জেলা সংগঠকরা অবশ্য আজকের সাক্ষাতে উপস্থিত হতে পারেননি।
এজেড/এএইচএস