সুযোগ মিসের আক্ষেপে পুড়ছেন জাহানারা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শেষ হয়ে গেছে। টানা চার ম্যাচে হারের কারণে নিগার সুলতানা জ্যোতিদের ফিরতে হচ্ছে একেবারে খালি হাতেই। স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু করা বিশ্বকাপ মিশন টাইগ্রেসদের হতাশাই উপহার দিয়েছে। তবে, হারের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন পেসার জাহানারা আলম। একইসঙ্গে সুযোগ মিস করার আক্ষেপে পুড়ছেন তিনি।
মঙ্গলবার আফ্রিকানদের বিপক্ষে ১০ উইকেটের বড় হারের পর সংবাদ সম্মেলনে আসেন জাহানারা। তিনি বলছেন, ‘এটা খুব কষ্টের অনুভূতি। শুধু আমি না সবার জন্যই আসলে। বিশেষ করে যে ক্যাচ ছাড়ে বা যে স্টাম্পিং মিস করেছে; সে আরও বেশি কষ্ট পাওয়ার কথা। সবাই আপসেট। এই জায়গা থেকে ইতিবাচক কিছু নিয়ে সামনে এগুতে হবে।’
নিজেদের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে জাহানারা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (রান কম হয়েছে)। তবে আমার মনে হয় ২০-২৫ রান কম করেছি আমরা। সেটা হলে হয়তো ওদের চাপে ফেলা যেত। তারপরও আমরা ভালো আক্রমণ করেছিলাম, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ক্রিকেটে এরকমই হয়।’
সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের ভুল থেকে পরবর্তী আসরে ভালো করার প্রত্যাশার কথা জানান এই পেসার। তিনি বলেন, ‘আমরা তিনটা ম্যাচেই কাছাকাছি গিয়েছিলাম। নিউজিল্যান্ড ম্যাচ বাদ দিলে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। পরের বিশ্বকাপে হয়তো ভাগ্য পক্ষে আসবে। আমাদের পরিকল্পনা কাজে লাগবে।’
২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। সেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জাহানারার, ‘পরের বিশ্বকাপ আমাদের দেশে হবে। আশা করছি কন্ডিশন কাজে লাগিয়ে ভালো কিছু করব।’
এসএইচ/এএইচএস