চলে গেলেন রিয়ালের কিংবদন্তি ফুটবলার
চলে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ও অনারারি প্রেসিডেন্ট আমানসিও আমারো। মৃত্যুকালে এই তারকার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে ক্লাবটি।
রিয়ালের হয়ে সফলতম এক ক্লাব ক্যারিয়ার পার করেছেন আমারো। ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির হয়ে ৪৭১টি ম্যাচ খেলেন এই ফরোয়ার্ড। তাতে তার গোলের সংখ্যা মোট ১৫৫টি।
১৯৬২ সালে দেপোর্তিভো লা করুনা থেকে রিয়ালে যোগ দেন আমারো। এরপর রিয়ালের হয়ে ক্লাব ক্যারিয়ারে মোট ৯টি লা লিগা ও একটি ইউরোপিয়ান কাপ জেতেন আমারো। ১৯৬৪ সালে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পথেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন আমারো। তার হাত ধরে ১৯৮৪ সালে রিয়ালের যুবদল কাস্তিয়া দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে। গত বছর রিয়ালের কিংবদন্তি পাকো জেন্তোর মৃত্যুর পর অনারারি প্রেসিডেন্ট নির্বাচিত হন আমারো।
এনইআর