কুমিল্লার ধারাবাহিক সাফল্যের রহস্য জানালেন সালাউদ্দিন
মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয় ও বিপিএল ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ আসরের প্রথম তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখল ইমরুল কায়েসের দল।
দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক ইসরুল কায়েসকে। ট্রফি জেতার একদিন পর শুক্রবার ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে কথা বলেছেন ইমরুলের অথিনায়কত্ব, তানভীর ইসলামের পারফরম্যান্স নিয়ে। এছাড়া উঠে এসেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গও।
বিপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ী দল কুমিল্লা, আবারো শিরোপা জিতলেন এর রহস্য কি?
সালাউদ্দিন: রহস্য আসলে কিছু না, এটা প্রোপার প্লানিং আর কি। আমরা যা করি আগে থেকেই প্ল্যান করা থাকে। কারণ আমরা বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। আসলে কোথায় কি লাগবে না লাগবে কি করতে হবে না করতে হবে সব জানাশোনা থাকে। যে কারণে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা নিজেদেরকে বাইরের লোক মনে করি না। আপনি যদি দেখেন, আমাদের টিমের পরিবেশটাই কিন্তু অন্যরকম।
দলের পারফরম্যান্সে কতটা খুশি?
সালাউদ্দিন: পারফরম্যান্সে তো খুশিই, চ্যাস্পিয়ন হতে পারলে তো সবাই খুশি হবেই। সুতরাং আমরাও খুশি।
তানভীর ইসলাম বিপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। ইংল্যান্ডের বিপক্ষে তার টি-টোয়েন্টি দলে সুযোগ দেখছেন কি না?
সালাউদ্দিন: ওয়ানডে দল তো কাল (বৃহস্পতিবার) দেখলাম এখানে সে ডাক পায়েনি। এখন টি-টোয়েন্টিতে পাবে কি না এটাতো সিলেক্টরা বলতে পারবে। তবে সে ভালো করছে এখন তার থেকে যদি কেউ বেটার থাকে তাহলে তো সে পাবে না। তবে আমার মনে হয় সে টি-টোয়েন্টিতে ভালো করছে। কার্যকরী বোলিং করছে। এছাড়া টি-টোয়েন্টিতে দলে যারা আছে তারাও খারাপ না। এখন এটা সিলেক্টরদের ব্যাপার। বাট আমি মনে করি সে জাতীয় দলে ভালো সার্ভিস দিতে পারবে।
ইমরুল কায়েসের নেতৃত্বে আবারো চ্যাম্পিয়ন কুমিল্লা, কেমন দেখলেন তার অধিনায়কত্ব?
সালাউদ্দিন: যেহেতু দলকে সে (ইমরুল কায়েস) চ্যাম্পিয়ন করেছে, তখন তো নিঃসন্দেহে তাকে সেরা বলতেই হবে।
মোস্তাফিজকে কেমন দেখলেন এবারের বিপিএলে?
সালাউদ্দিন: ইনজুরির কারণে সে কিন্তু কয়েক ম্যাচে খেলতে পারেনি। তবে ইনজুরি কাটিয়ে ফিরে সে ভালো করেছে। ওভারঅল বলব সে নিজের কাজটা ঠিকঠাক করে গেছে। এছাড়া তাকে আইকন করার কারণ তার মতো বোলার আমি দ্বিতীয় আরেকজন পাবো না। হয়তো ব্যাটার পাবো কিন্তু মোস্তাফিজের মতো বোলার পাবো না। সে অন্তত ৪টা ম্যাচ জিতিয়ে দিতে পারবে সবসময় এমন বিশ্বাস থাকে আমাদের।
এসএইচ/এফআই