‘আমি কোচ হওয়ায় অসন্তুষ্ট হয়েছিল শচীন’
আমি কোচ হওয়ায় শচীন টেন্ডুলকার অসন্তুষ্ট হয়েছিল। এমনকি অবসর নিতেও চেয়েছিল বলে জানিয়েছেন ভারতের সাবেক কোচ গ্যারি কার্স্টেন।
২০০৭ সালে ভারতের ক্রিকেট টিমের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ওপেনার। কার্স্টেনের কোচিংয়েই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল।
কার্স্টেন বলেন, আমি কোচ হওয়ায় শচীন ভীষণভাবে অখুশি ছিল। সেই সময়ে শচীন ক্রিকেট উপভোগ করছিল না। যদিও শচীন জানত, ক্রিকেটকে তার আরও কিছু দেওয়ার আছে। আবার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও মনে হয়েছিল শচীনের। সেই সময়ে শচীনের সঙ্গে কথা বলা জরুরি হয়ে পড়েছিল।
কার্স্টেন ‘মাস্টার ব্লাস্টার’কে বুঝিয়েছিলেন ভারতের সাফল্যের জন্য শচীনকে বড় ভূমিকা পালন করতে হবে। ২০১১ বিশ্বকাপে শচীন সত্যি সত্যি বড় ভূমিকা নিয়েছিলেন। যদিও কার্স্টেন দায়িত্ব নেওয়ার পরে ড্রেসিং রুমের যা অবস্থা দেখেছিলেন, তাতে সবার সঙ্গে কথা বলা জরুরি বলে মনে করেছিলেন।
কার্স্টেন অবশ্য মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন। তিনি বলেন, কোচ ও অধিনায়কের সম্পর্ক এতটাই ভালো ছিল যে দায়িত্ব পালনে তাদের কোনো সমস্যা হয়নি। সাজঘরের কথা বাইরে আসেনি।
জেডএস