‘সাকিবের মতো’ হতে চান আফ্রিকার লিন্ডে
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডে। জাতীয় দলের হয়ে তিনি ৩টি টেস্ট, ২টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে প্রথমবার বাংলাদেশে এসেই লিন্ডে জানালেন, তিনি হতে চান সাকিব আল হাসানের মতো।
শনিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন লিন্ডে। সে সময় তিনি বলেন, ‘আমি আসলে অনেক ক্রিকেটারকেই অনুসরণ করি। অন্য খেলোয়াড়দের সম্পর্কে যথেষ্ট জানি এবং তাদের অনেক অনুসরণ করি। সত্যি বলতে এই লিগ দেখে আমার খুবই পছন্দ হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই কঠিন।’
আরও পড়ুন : ‘মিরাজের চোখে সোহান অসাধারণ’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে প্রিয় উল্লেখ করে আফ্রিকান অলরাউন্ডার বলেন, ‘সাকিব আল হাসানকে সবসময়ই পছন্দ করি, সে আমার ফেভারিট। বেড়ে ওঠার সময় তাকে দেখেছি। সম্ভবত সে’ই সবচেয়ে ফেভারিট।’
সাকিবের সঙ্গে লিন্ডের দেখা হলে তিনি বলবেন, ‘আমার খুব বেশি কিছু বলার নেই। আমি তার যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, সেটি হলো তার ব্রেইন। একটা নির্দিষ্ট সময়ে সে যা ভাবে...। আমার মনে হয় আমরা একই ধরনের ভূমিকা পালন করি ক্রিকেটে।’
এসএইচ/এএইচএস