শের-ই বাংলা মাঠে খেলার মধ্যেই হলো লোডশেডিং
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। ম্যাচের দ্বিতীয় ওভার চলাকালীন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। ফলে কয়েক মিনিট বন্ধ ছিল এই দুই দলের লড়াই।
সন্ধ্যা ৭টা ৬ মিনিটে মিরপুর স্টেডিয়ামে ঘটনা ঘটে। ১০ মিনিট পর ৭টা ১৬ মিনিটে আবারও বল মাঠে গড়ায়। মূলত লোডশেডিংয়ের কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মাঠের লড়াইয়ে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে বরিশাল। চমক হিসেবে ওপেনিংয়ে নেমেছিলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে রান করতে ব্যর্থ হয়েছেন বরিশালের এই ক্রিকেটার। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন রিয়াদ।
এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এসএইচ/এনইআর