বাতিলের খাতায় থাকা নাসির সবার শীর্ষে
গত বিপিএলে কোনো দলই আগ্রহ দেখায়নি নাসির হোসেনকে নিয়ে। এবার দল পেলেন, ফিরলেন অধিনায়ক হয়ে। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে প্রত্যাবর্তনের মঞ্চে ব্যাট ও বলে দ্যুতি ছড়ালেন বাইশগজে। যদিও নাসিরের দল ঢাকা ডমিনেটর্স ছিটকে গেছে আগেই। তবে ব্যক্তিগত নৈপুণ্যে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখলেন। সেই সঙ্গে জানান দিলেন, এখনো ফুরিয়ে যাননি, বাতিলের খাতায়ও চলে যাননি।
জাতীয় দলের তারকা ক্রিকেটার ছিলেন। তবে একসময় বন্ধ হয়ে যায় দেশের জার্সি গায়ে মাঠ মাতানোর পথ। তবে ঘরোয়া লিগে সরব উপস্থিতি ছিল তার। এবারের বিপিএলটা আলাদাভাবে মনে রাখতে হবে নাসির হোসেনের জন্য। ব্যাট ও বল হাতে দারুণ এক সিজন পার করেছেন নাসির।
চলমান বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ১৬ উইকেট নিয়ে এখনো পর্যন্ত রয়েছেন সবার শীর্ষে। এক সময়ের জনপ্রিয় এ অলরাউন্ডার দীর্ঘদিন পর নিজেকে খুঁজে পেয়েছেন ক্রিকেটের মাঠে।
আরও পড়ুন: পারফর্ম করেও নাসিরের কণ্ঠে আক্ষেপ
উইকেটের পাশাপাশি রান সংগ্রহের তালিকায়ও এগিয়ে রয়েছেন তিনি। ব্যাট হাতে ১২ ম্যাচে ১২০ স্ট্রাইকরেটে ৪৫-এর বেশি গড়ে রান করেছেন ৩৬৬ সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ৩৭৩ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়। এ তালিকার তিনে রয়েছেন ঢাকার অধিনায়ক।
এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৫৩ রানের পাশাপাশি পেয়েছেন ৮ উইকেট। তাতে অলরাউন্ডারের দিক থেকে সাকিবের চেয়ে এগিয়ে রয়েছেন নাসির। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন নাসির হোসেন।
বিপিএলের পারফরম্যান্স আবারো আশা জাগাচ্ছে নাসিরের দলে ফেরার। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, ‘(নাসির) অনেক দিন পর এসেছে। খেলছে। ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেক দিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। ফিরে এসেছে সে। ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই চিন্তা করা হবে।’
এফআই