নারী ফুটবলে ৮, পুরুষ ফুটবলে লড়বে ১০ দল
বাংলাদেশ গেমসের অন্যতম আকর্ষণীয় ডিসিপ্লিন ফুটবল। বাংলাদেশ গেমসে এবারের পুরুষ ফুটবল ইভেন্ট অনুষ্টিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। পুরুষ ফুটবলে এবার দশটি দল অংশগ্রহণ করবে আর নারীদের বিভাগে লড়বে ৮ দল।
বাংলাদেশ গেমসে পুরুষ ফুটবলের দল সংখ্যা ও ফরম্যাট সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমাদের সর্বশেষ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম দশটি দল বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করবে। দুই দল দুই গ্রুপে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলবে।’
১ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। পুরুষ ফুটবল ইভেন্টের লড়াই অবশ্য এক সপ্তাহ আগেই শুরু হবে। বিওএ’র সূচিতে পুরুষ ফুটবল সূচির দিনক্ষণ ২২ মার্চ। তবে বাফুফের খসড়া ফিক্সচারে রয়েছে একদিন পর থেকে।
পুরুষ ফুটবল ১০ দলের হলেও নারী ফুটবল হচ্ছে আট দল নিয়ে। নারী ফুটবলের ভেন্যু কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। ২৯ মার্চ থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ফুটবল শুরুর পরিকল্পনা বাফুফের মহিলা উইংয়ের। অন্য দিকে ২৭ মার্চ নারী ফুটবল লিগও শুরু হবে একই ভেন্যুতে। একই সময়ে দুই প্রতিযোগিতার সমন্বয় নিয়ে বাফুফে নির্বাহী সদস্য ও মহিলা ফুটবর কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাংলাদেশ গেমসে অ-১৪ দল খেলবে। গেমসের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম। লিগে আমরা কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি বনানীর আর্মি স্টেডিয়ামও ব্যবহার করব। ভেন্যু ও খেলোয়াড় নিয়ে সমস্যা হবে না।’
উল্লেখ্য, ৩১ ডিসিপ্লিন নিয়ে হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। ইতোমধ্যে নারী ক্রিকেট ইভেন্ট সমাপ্ত হয়েছে।
এজেড/এনইউ