রোনালদো ফিরবেন রিয়াল মাদ্রিদে?
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাসে পাড়ি জমানোর পর থেকেই শিরোনামের প্রশ্নটি অনেকবার উঠেছে। তবে এবার এই প্রশ্ন শুনতে হয়েছে খোদ রিয়ালের কোচ জিনেদিন জিদানকে। উত্তরে অবশ্য তিনি জানিয়েছেন, গুঞ্জনের ব্যাপারে বলতে পারছেন না কিছু।
রিয়ালের হয়ে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন রোনালদো। টানা তিনটিসহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন পর্তুগিজ এই তারকা। তবে রিয়াল ছাড়ার পর ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের দেখা পাননি তিনি।
সর্বশেষ চলতি মৌসুমেও পোর্তোর বিপক্ষে হেরে শেষ হয়ে গেছে জুভেন্তাসের এবারের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন। অন্যদিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর টানা দুই মৌসুমে সেমিফাইনালেই খেলতে পারেনি রিয়াল। গত আসরে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে, তার আগেরটিতে কোয়ার্টার ফাইনাল।
তাই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে রোনালদোর রিয়ালে ফেরার ব্যাপারে। তাতে যেন একটু হাওয়াই লাগিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। গুঞ্জনের ব্যাপারে সরাসরি কিছু বলতে না পারলেও জিদান স্মরণ করিয়ে দিয়েছেন, রিয়ালের তার সাফল্য অবিস্মরণীয়।
তিনি বলেন, ‘মাদ্রিদে ক্রিশ্চিয়ানো কতখানি, এখানে সে কী করেছে, তার জন্য আমাদের সবার ভালোবাসা কেমন, সবার জানা। সে এখানে যা করেছে, তা অভাবনীয়। কিন্তু এখন সে জুভেন্তাসের খেলোয়াড় এবং সেখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না। অনেক কথা হচ্ছে, তবে এই বিষয়গুলোকে সম্মান করতে হবে।’
এমএইচ