ইমরুলেই আস্থা কুমিল্লার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার। ইতোমধ্যে অংশগ্রহণকারী কয়েক দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সে তালিকায় নাম লেখাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন ইমরুল কায়েস। তার ওপরই আস্থা রেখেছে কুমিল্লা।
আগেই জানা গিয়েছিল, কুমিল্লা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন ইমরুল। তবে শেষ পর্যন্ত এই বাঁহাতি ব্যাটারের কাঁধেই উঠল গুরুদায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে ইমরুলকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।
এসএইচ/এটি