বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন
জানুয়ারির ৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন আসরে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। তবে শুরুর ম্যাচগুলোয় থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
নবম আসরের বিপিএলের আগে রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছে কুমিল্লা দল। আর অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সালাউদ্দিন। এসময় কুমিল্লার এই কোচ জানান, ডিআরএস না থাকায় ভুল সিদ্ধান্তে যে কারো টুর্নামেন্ট হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘দেখেন এত বড় একটা টুর্নামেন্ট ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন। আর বোর্ডের তো অনেক টাকা, তাই এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই৷ এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস রাখা উচিত ছিল।’
এর আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএলের শুরু থেকে ডিসিশন রিভিউ সিস্টেম থাকবে কিনা।
এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হল। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে থাকবে। সেখানে তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পুরোপুরি ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। এটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’
এসএইচ/এনইআর/এটি