বিশ্বকাপ ব্যর্থতার জেরে হামলার শিকার ব্রাজিল কোচ
বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে কাতারে পা রেখেছিল ব্রাজিল। শেষ ষোল পর্যন্ত খেলেছিলও সেরা হয়েই। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই যেন খেই হারিয়ে ফেলে তিতের শিষ্যরা। আরও একবার ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে নেইমার-ভিনিসিউসদের।
বিশ্বকাপ বিদায়ের পরই দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। কিন্তু তাতেও ক্ষোভ কমছে না দেশের মানুষের। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে রিওতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতিকারীর হাতে আহত হন তিনি, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেইন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। আক্রমণকারী তিতের কাছে ব্যাখ্যা চায়, এভাবে কেন ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।
পরবর্তীতে এ বিষয়ে সদ্য সাবেক কোচের প্রতিক্রিয়া চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে চাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগান থেক সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিক ভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়।
কাতার থেকে দেশে ফেরার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো আলাপে জড়াচ্ছেন না তিতে। রিওতে নিজের বাড়িতে স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা হামলার প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘এই বিষয়ে কিছু বলার নেই। আমি পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাতে চাই।’
এনইআর/এটি