গোল করে বিশ্বকাপ জেতাবেন আর্জেন্টিনাকে, আগেই বলেছিলেন ডি মারিয়া
ফাইনালে তিনি খেলেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে, অথচ গোল পাননি, এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে এর আগে তিন ফাইনালে গোল করার কীর্তি ছিল আনহেল ডি মারিয়ার। ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগেও তিনি জানতেন, গোল পাবেন, দলকেও জেতাবেন! সম্প্রতি তার স্ত্রী হোর্হেলিনা কারদাসসো জানিয়েছেন এই কথা।
গ্রুপ পর্বে পাওয়া চোট নকআউট পর্বে খুব একটা খেলতে দেয়নি তাকে। ফাইনালের আগেও সন্দেহ ছিল, কোচ লিওনেল স্ক্যালোনি তার ওপর ভরসা রাখবেন কি না। তবে আর্জেন্টিনা কোচ শেষমেশ ভরসাটা রাখলেন তার ওপর, গোল করে তিনি দেন তার প্রতিদান।
তবে আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিততে যাচ্ছে, সেটা তিনি আগেই বলে রেখেছিলেন তার স্ত্রীকে। বলেছিলেন, ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এখনই লিখে দিচ্ছি ফাইনালে গোল করবই। মারকানা এবং ওয়েম্বলির মতো কিছু করতে চাই।’
এর আগে শেষ দেড় বছরে দুটো ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন গোল। এরপর ২০২২ এর জুনে ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও গোল করেছিলেন তিনি। সেই দুই ফাইনালের আগে যেমন লাগছিল, ডি মারিয়া জানালেন, এই বিশ্বকাপ ফাইনালের আগেও এমনটাই অনুভূতি ছিল তার।
তিনি তার স্ত্রীকে ওয়াটস্যাপ মেসেজে লিখেন, ‘জানি না তোমাকে কী লিখব! তোমার কথা আমার শরীরে অন্য রকম অনুভূতি তৈরি করছে। তোমাকে কিছু বলতে হবে না। শুধু কাল মাঠে গিয়ে উপভোগ করবে। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতেই যাচ্ছি। আমরা যে ২৬ জন এখানে রয়েছি, সকলে একটা পরিবার।’
খানিকটা চমকে গিয়ে হোর্হেলিনা এরপর তাকে দুটো প্রশ্নবোধক চিহ্ন পাঠান। জবাবে ডি মারিয়া জানান, ‘কাল আমরা বিশ্বচ্যাম্পিয়ন হবই। এটা আমি অনুভব করতে পারছি। মনে হচ্ছে ট্রফিটা আমাদের জন্যই রয়েছে। এটাই আমার ভালবাসা।’
এনইউ