পেলে বললেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে লিওনেল মেসি অবশেষে বিশ্বজয়ের স্বাদ পেলেন। এরপর থেকেই মেসি ভাসছেন প্রশংসার জোয়ারে। এবার তাতে যোগ দিলেন কিংবদন্তি পেলে। ব্রাজিলের ‘কালো মানিক’ জানালেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।
তিনি লিখেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’
তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন আকুণ্ঠ। হ্যাটট্রিক করেছেন ফাইনালে।পেনাল্টি শ্যুট আউটে দলের প্রথম শটটাও নিয়েছেন তিনিই।
এমন একজনকে তার কীর্তির কথা জানিয়ে পেলে লিখলেন,‘আমার বন্ধু এমবাপে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’
এনইউ