ক্রোয়েটদের ব্রোঞ্জ জেতানোর নায়ক গেভার্দিওল
পুরো বিশ্বকাপ জুড়ে চমক দেখানো মরক্কো সেমিফাইনাল হেরে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিল। তাই অনুমেয় ছিল তুলনামূলক দুর্বল হলেও ক্রয়েশিয়ার সঙ্গে তাদের লড়াইটা জম্বে বেশ। কিন্তু সেটা হতে দেননি ক্রোয়েট ডিফেন্ডার ইয়োসকো গেভার্দিওল। গোল করে ও গোল বাঁচিয়ে দলকে তৃতীয় বানালেন এ ডিফেন্ডার।
প্রচন্ড গতির খেলায় ম্যাচের সপ্তম মিনিটেই পার্থক্য গরে দেন ইয়োসকো গেভার্দিওল। লুকা মদ্রিচের ফ্রি কিক ফাঁকায় পেয়ে ইভান পেরিসিচ হেডে বল বাড়ান বক্সের সামনে। সেখান থেকে ডাইভিং হেডে বল জালে জড়ান ডিফেন্ডার গেভার্দিওল। শুরুতেই দলকে এগিয়ে দিয়ে আত্মবিশ্বাসটা সেখানেই বাড়িয়ে দেন গেভার্দিওল।
তবে এখানেই শেষ নয়। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেশ অবদান রেখেছেন গেভার্দিওল। কারণ লিড নিয়ে এগিয়ে থাকায় এ অর্ধে রক্ষণাত্মক খেলেছে ক্রোয়েশিয়া। আর সুযোগ পেয়ে ক্রোয়েটদের দূর্গভেদের চেষ্টাটা কম করেনি মরক্কানরা। এখানেই অবদান গেভার্দিওল। চার চারটি মারাত্মক বল ক্লিয়ার করে দলকে পেইয়ে দিয়েছেন ব্রোঞ্জ পদক। আর তাতে ম্যাচসেরার পুরষ্কারটাও উঠেছে তার হাতেই।
এনইআর