মুমতার স্পিনে ফাইনালে সালমা-জাহানারারা
বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দলকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ নীল দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার বাংলাদেশ সবুজ দলকে ৯ উইকেটে হারিয়েছে নীল দল। গত ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছিলেন নীল দলের বোলার ফারিহা ইসলাম। একাই নিয়েছিলেন ৬ উইকেট। সবুজ দলের বিপক্ষে আজ সোমবার ৪ উইকেট শিকার করেছেন অফ স্পিনার মুমতা হেনা। টানা দুই জয়ে বাংলাদেশ গেমসের ফাইনালে সালমা খাতুন, জাহানারা আলমদের দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার আগে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ সবুজ দল। নীল দলের বোলিং তোপে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রানের ইনিংসটি আসে অধিনায়ক শারমিন সুলতানার ব্যাট থেকে। রান আউটে কাটা না পড়লে নিজের ইনিংসটি আরও বড় করতে পারতেন তিনি।
তিনে ব্যাট করতে নামা সানজিদার ১৪ রানের সঙ্গে রুমানা আহমেদ ও দিশা বিশ্বাসের সমান ১২ রানের ইনিংসের পরেও দলীয় রান একশোর কোটা ছুঁতে পারেনি সবুজ দল। নীল দলের হয়ে ৪ উইকেট শিকার করেন মুমতা। ২টি করে উইকেট নেন জাতীয় দলের দুই তারকা অলরাউন্ডার সালমা ও জাহানারা।
৮৪ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে বেগ পেতে হয়নি নীল দলকে। জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার মোর্শেদা খাতুন ও শামীমা সুলতানা। মোর্শেদা ২৪ রানে আউট হলেও তিনে ব্যাট করতে নামা ফারজানাকে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন শামীমা। ৯ উইকেটে পাওয়া জয়ে নিজে অপরাজিত থাকেন ৩০ রানে। ফারজানার ব্যাট থেকে আসে ২১ রান।
আগামী বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।
টিআইএস/এটি