ব্রাজিল নকআউট নিশ্চিত করায় খুশি আর্জেন্টাইন কোচ
কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে অনেক যদি কিন্তুর মধ্যে আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা যখন এই সংশয়ে তখন নেইমারের ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই চলে গেছে দ্বিতীয় রাউন্ডে।
নিজের দল নিয়ে চিন্তিত থাকলেও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় খুশি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি, ‘ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, এতে আমি খুবই খুশি। আমি একজন লাতিন আমেরিকান। দক্ষিণ আমেরিকান হিসেবে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অবশ্যই সুখের।’
ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দেশের মধ্যে মাঠে বৈরিতা থাকলেও ব্যক্তিগত পর্যায়ে দুই দেশের নাগরিকদের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। পোলান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সেই বিষয়টি ফুটে উঠল স্ক্যালোনির কথায়, ‘ব্রাজিল আমাদের প্রতিদ্বন্দ্বী দল হলেও ব্রাজিলে আমার অনেক বন্ধু রয়েছে। তারা আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীও।’
কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট তকমা নিয়ে এসেছিল আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে হেরে লিওনেল মেসির বিশ্বকাপ মিশন শেষ হওয়ার উপক্রম। আগামীকাল পোল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে আর্জেন্টিনা ব্রাজিলের মতো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে হেরে। দ্বিতীয় রাউন্ডে কাজানে এমবাপে-বেনজেমাদের বিপক্ষে অনেকটা অসহায় আত্মসমপর্ণই করেছিল আর্জেন্টিনা। এবারও সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডেই ফ্রান্সের মুখোমুখি হওয়ার। ফ্রান্সের ডি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটা সময়ের অপেক্ষা মাত্র। অন্য দিকে আর্জেন্টিনা সি গ্রুপের রানার্স আপ হয়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে সাবেক-বর্তমান দুই বিশ্বচ্যাম্পিয়ন।
আর্জেন্টাইন কোচ ফ্রান্সকে নিয়ে ভাবতে চান না, ‘দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবছি না এখনই। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পর আমরা সবার সঙ্গেই খেলতে প্রস্তুত। ফ্রান্স বা অন্য যে কোনো দলই হোক। ফ্রান্সকে এড়ানোর বিশেষ কোনো লক্ষ্য নেই।’
এজেড/এনইউ