মেসির ইনজুরির খবর নিয়ে যা জানালেন স্ক্যালোনি
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পর খবর রটেছিল ইনজুরিতে লিওনেল মেসি। এমনকি পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেসব খবরকে এবার উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
মেক্সিকো ম্যাচের একদিন আগে গতকাল স্ক্যালোনি নিশ্চিত করেছেন মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, 'সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।'
মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে স্ক্যালোনি বলেন, 'আমরা জানি পরবর্তী ম্যাচ একটি গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ তরুণ খেলোয়াড়রা এটা জানে যে সবকিছুই মাঠে করে দেখাতে হবে। আমাদের উপরই সব নির্ভর করছে, তাই আমাদের মাঠে সবকিছু দিতে হবে।'
আজ শনিবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। হারলেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দুইবারের এই চ্যাম্পিয়ন দল।
এসএইচ