মুগ্ধকর স্টেডিয়াম
আল বায়াত স্টেডিয়ামের রাস্তার দুদিকে মরুর বালুভুমি। স্টেডিয়াম কমপ্লেক্স এর সম্পুর্ণ বিপরীত। মুল ফটক পার হলেই সবুজের সমারোহ। এত সুন্দর মসৃণ সবুজ যা মুগ্ধ করবে সবাইকে।
আজ বিশ্বকাপের উদ্বোধনী দিন৷ ভিভিআইপিদের স্বাগত জানাতে স্টেডিয়ামের কমপ্লেক্সের সামনে কয়েকটি উটের সারি৷ যেখানে একজন অশ্ব আরোহী কাতারী বেশে সুসজ্জিত। এর পাশেই বড় বলের মধ্যে দুই নারী দাড়িয়ে অতিথিদের স্বাগত জানানোর চিত্র।
কমপ্লেক্সের মধ্যে দেখা মিলল ইংল্যান্ডের সমর্থকদের। ইউরোপের সমর্থকরা এই বিশ্বকাপকে নানা কারণে সমালোচনা করলেও ইংল্যান্ডের যুবক লিয়ামকে মুগ্ধ করেছে, 'বেশ সুন্দর ব্যবস্থাপনাই। এখন পর্যন্ত ভালোই লাগছে।' বেশ বড় জায়গা নিয়ে স্টেডিয়াম কমপ্লেক্স। কাতারর সমর্থকরা সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন। ফলে তাদের জন্য ছিল বিশাল পার্কিং রয়েছে।
স্টেডিয়াম নির্মাণ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচের দিন ছাড়া প্রবেশাধিকার ছিল না। ফলে স্টেডিয়ামের পরিবেশ নিয়ে কৌতুহল ছিল সবার। আল বায়াত স্টেডিয়াম চারদিকে কানায় কানায় পুর্ণ। কাতারের ম্যাচ থাকায় স্টেডিয়ামের অধিকাংশ আসন স্বাগতিকদের দখলে। প্রতিপক্ষ ইকুয়েডরের দর্শক ছিলও গ্যালারির কিছু অংশ জুড়ে।
গরমের দেশ কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন ছিল অনেক। বাইরে গরম থাকলেও স্টেডিয়ামের ভেতর বেশ শীতাতপ নিয়ন্ত্রিত। ৬০ হাজারের বেশি দর্শক এবং উদ্বোধনের কলাকুশলী থাকলেও গরম অনুভুত হয়নি৷ তাবু আকৃতির আল বায়াত স্টেডিয়াম আকৃষ্ট করবে সকলকে।
এজেড/এনইআর