নজর কাড়া লুসাইল স্টেডিয়াম
লুসাইল স্টেডিয়াম
ম্যাচ সংখ্যা: ১০ (গ্রুপ পর্ব ৬, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার, সেমিফাইনাল ১টি এবং ফাইনাল )
আসনসংখ্যা: ৮০ হাজার
অবস্থান: দোহা থেকে ১৫ কিলোমিটার উত্তরে
এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। বিশ্বকাপের মোট ৬৪ ম্যাচের মধ্যে ১০ টি অনুষ্ঠিত হবে লুসাইলে। অর্থাৎ পুরো বিশ্বকাপের প্রায় ২০ শতাংশের কাছাকাছি খেলা হবে এই স্টেডিয়ামে। লুসাইল এই বিশ্বকাপের একমাত্র স্টেডিয়ামে যেখানে প্রতি পর্বের খেলা হবে। গ্রুপ পর্বে ৬ ম্যাচ, দ্বিতীয় রাউন্ডে একটি, কোয়ার্টার ও সেমি ফাইনাল একটি করে এবং সবচেয়ে আকর্ষণীয় ফাইনালটিও লুসাইলে। গ্রুপ পর্বের ৬ ম্যাচের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনারই দু’টি করে ম্যাচ রয়েছে।
দোহা থেকে ১৫ কিলোমিটার উত্তরে দুই লাখ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর লুসাইল। মেট্রো ট্রেন, বাস, ব্যক্তিগত গাড়ি যে কোনোভাবে দর্শকরা এই স্টেডিয়ামে আসতে পারবেন। বেশ বড় এই স্টেডিয়াম নির্মাণ করেছে কাতার পরিবেশগত বিষয় বিবেচনা করে।
বিশ্বকাপের পর এই স্টেডিয়ামটিকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের বড় একটি স্থান হিসেবে পরিবর্তিত করার পরিকল্পনা রয়েছে কাতারের। সেখানে স্কুল, হাসপাতাল সহ মাল্টি পারপাস হওয়ার সম্ভাবনা রয়েছে।