সিলেটের ব্যাটিং কোচের দায়িত্বে তুষার ইমরান

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরের জন্য বেশ নড়েচড়েই বসেছে সিলেট স্ট্রাইকার্স। দেশি খেলোয়াড় হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে আগেই আইকন খেলোয়াড় করেছে তারা। এরপর অধিনায়কের গুরুদায়িত্ব ও তার কাঁধে তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কোচিং প্যানেলেও কিছুটা নতুনত্ব এনেছে সিলেটের দলটি। রাজিন সালেহ এবং সৈয়দ রাসেলের পর এবার যোগ দিলেন তুষার ইমরান।
বিজ্ঞাপন
বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার দায়িত্ব পালন করবেন সিলেটের ব্যাটিং কোচ হিসেবে। বুধবার সিলেট তাদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে জানিয়েছে বিষয়টি।
ফ্র্যাঞ্চাইজিটি সেই পোস্টে লিখেছে, ‘তুষার ইমরান নামটা মনে পড়লেই চোখের সামনে ভাসে রানের ফোয়ারা ছোটানো এক ব্যাটার। যদিও জাতীয় দলে তেমন একটা ম্যাচ না খেললেও দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি কিংবদন্তিতুল্য। ব্যাট-প্যাড তুলে রেখেছেন বেশ আগেই। এরপর জড়িয়েছেন কোচিংয়ে। তারই ধারায় এবার নাম লেখালেন সিলেট স্ট্রাইকার্সের কোচিং স্টাফে। নতুন দল সিলেটের ব্যাটাররা তুষারের আলোতে নিজেকে আলোকিত করবেন, এটুকু আশা করাই যায়। তার হাত ধরে বিপিএলেও আলো ছড়াবে সিলেট স্ট্রাইকার্স। সেই আলোতে নব উদ্যমে উদ্ভাসিত হোক বিপিএলের মঞ্চ।’
বিজ্ঞাপন
এসএইচ