জয় দিয়ে টুর্নামেন্ট শুরু সালমা-জাহানারাদের
সিলেটে শুরু হয়েছে নারী ক্রিকেটারদের ইভেন্ট নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০। শনিবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে ব্যাট করতে নেমে দশ উইকেটের ব্যবধানে জয় লাভ করেছে বাংলাদেশ নীল দল।
সকালে টসে জিতে লাল দলকে ব্যাটিং করতে পাঠায় নীল দল। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লাল দল। এদিন ৩৮ ওভার ১ বল ব্যাট করতে পারে লাল দল। নীল দলের বোলিং তোপে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৬৩ রান জমা করে লাল দল। সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত আছিয়া অর্থি। নীল দলের হয়ে ফারিহা ইসলাম ৬টি, সালমা খাতুন ২টি ও জাহানারা আলম ১ উইকেট নেন।
৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে নীল দল। তবে নীল দলের দুই ওপেনার মুর্শিদা খাতুনের অপরাজিত ২৫ ও শামিমা সুলতানার ৩১ রানের কল্যাণে কোনো উইকেটে না হারিয়ে মাত্র ১৫ ওভার ৫ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় নীল দল।
এর আগে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
৬ মার্চ থেকে ১২ মার্চ ওয়ানডে ফরম্যাটের সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন দলের লড়াইয়ে গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি দলের স্কোয়াড ১৫ জনের।
তুহিন আহমদ/টিআইএস/এমএমজে