শ্রীরামের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবে বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে গতকাল সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। এবারের বিশ্বকাপে টাইগারদের কোচিং প্যানেলে প্রধান দায়িত্বটা ছিল টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের কাঁধে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্তই সাবেক ভারতীয় ক্রিকেটারের সাথে চুক্তি ছিল বিসিবির। তবে আগামীতে নতুন করে এ কোচের সঙ্গে চুক্তি বাড়াবেবে কিনা সেটা নিয়ে এখানো কিছু জানায়নি বিসিবি।
মঙ্গলবার মিরপুরে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সেখানে তিনি জানিয়েছেন, শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। সেরকম কোন সিদ্ধান্ত এই মুহুর্তে নাই। আমার মনে হয় হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, দল কেবলই ফিরল। হয়ত এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে কনসালট্যান্ট হিসেবে শ্রীরাম কেমন করেছেন কিংবা দলের খেলোয়াড়রা তাকে কিভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নে সুজন বলেন, ‘খেলোয়াড়দের মূল্যায়ন বলেন আর যাই বলেন, দল তো কাল রাতেই মাত্র এলো। খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট বলুন কারো সঙ্গে আমাদের ফরমাল বা ইনফরমাল আলাপ হয়নি এখনো। এই ধরনের বিষয়গুলো জানার জন্য আমাদের আলোচনা করতে হবে। ইতিবাচক, নেতিবাচক এসব বিষয়ে পাবলিকলি কমেন্ট করার অবস্থায় নেই। বর্তমান সময়ে আমি নেই। এটার জন্য টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের নীতি নির্ধারক যারা তারাই উত্তর দিতে পারবে।’
এসএইচ/এনইআর