বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেননি শ্রীরাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই বাংলাদেশ দলের সাথে চুক্তি ছিল টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের। অবশ্য এ চুক্তি ভবিষ্যতে বাড়বে কিনা সেটা নিয়ে এখনো নিদিষ্ট করে কিছু জানা যায়নি। শনিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন শ্রীরাম। ভারতীয় কোচ সেখানে জানিয়েছেন আপাতত বিশ্বকাপটা ভালোভাবে শেষ করাই তার লক্ষ্য।
এ নিয়ে শ্রীরাম বলেন, ‘আবারও বলছি, একটা সময়ে একটা ম্যাচ, একটা সময়ে একটা টুর্নামেন্ট (ধরে ভাবছি)। এখন আমার লক্ষ্য হচ্ছে, বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। আমার নজর কেবল সেদিকেই। বেশি দূরের কিছু নিয়ে চিন্তা করিনি।’
এদিকে গেল বুধবার ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫ রানে। সেদিন মাঠে বিরাট কোহলিকে ফেক ফিল্ডিং করতে দেখা গিয়েছিল। যদিও সেই ফেক ফ্লিডিংয়ের পেনাল্টি হিসেবে অতিরিক্ত ৫ রান টাইগারদের স্কোরকার্ডে যুক্ত হয়নি। আর সাকিব আল হাসানের দল ও হেরেছিল সেই ৫ রানে। তবে এটাকে অজুহাত হিসেবে টানতে নারাজ টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম।
তিনি বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে চাই না। এটা (ফেইক ফিল্ডিং) ঘটার পরপরই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে জানানো হলো যে এটা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। যাইহোক, আমরা কোনো অজুহাত দিচ্ছি না।’
এসএইচ/এনইআর