সাব্বির বললেন, এমন হলে তো তিন বছর আগেই দলে থাকতাম
তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে বড় রান করতে ব্যর্থ হয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। ৪ ম্যাচ খেলে করেছেন মোটে ৩১ রান। এমন অবস্থার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে পড়েছেন বাদ। এর একদিন পরই গতকাল এক জাতীয় দৈনিকে প্রকাশিত হয় সাব্বির রহমান লবিং করে দলে ঢুকেছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার রাতে ফেসবুক লাইভে আসেন সাব্বির।
ব্যক্তিগত ভেরিফাইড পেজে লাইভে এসে সাব্বির জানান, যদি ম্যানেজমেন্টের কারও সঙ্গে যোগাযোগ করে ঢুকতাম, তাহলে তো তিন বছর আগেই দলে থাকতাম। ঘরোয়াতে ভালো খেলার ফল হিসেবেই তিন বছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন বলে জানান রাজশাহীর এই ক্রিকেটার।
এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি যদি ম্যানেজমেন্টের কারও সঙ্গে কথা বলে জাতীয় দলে ঢুকি তাহলে তিন বছর আগেই ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলে ভালো খেলেছি, যেটা বললাম আপনাদের বললাম। সে কারণেই কিন্তু আমি জাতীয় দলে ডাক পেয়েছি, তিন বছর পরে।’
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় বেশ ক্ষুব্ধ সাব্বির। তার কথা, ‘দেখুন, নিউজ করার আগে তথ্য নিয়ে নিউজ করাটা গুরুত্বপূর্ণ। সবারই ব্যক্তিগত জীবন আছে বলেও জানান এই ক্রিকেটার।’
সাব্বির বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল (জাতীয় দৈনিক) সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে। আমি নাকি বিসিবির কোন একটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দলে ঢুকেছি। দেখুন, নিউজ করার আগে তথ্য নিয়ে নিউজ করাটা গুরুত্বপূর্ণ। মানুষের ব্যক্তিগত জীবন আছে আর এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে।’
এমনকি সাব্বির সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। সাব্বিরের ভাষ্য, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার এসব নিউজ পড়ে এবং দেখে। ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেবো। ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেবো উনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে। অবশ্যই নেবো। এতদিন যেহেতু চুপ ছিলাম কিছু বলাও হয়নি। কিন্তু একটা পদক্ষেপ নেয়া উচিত। কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে।’
এসএইচ/এনইউ/এটি