করোনা পজিটিভ হলেও বিশ্বকাপে খেলতে বাধা নেই
করোনা নিয়ে অস্ট্রেলিয়ার নিয়মের কড়াকড়ি সর্বজনবিদিত। করোনা টিকা না নেওয়ায় নোভাক জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেয়নি কর্তৃপক্ষ। সেই অস্ট্রেলিয়াতে এবার হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার আর করোনা নিয়ে কড়াকড়িতে যাচ্ছে না দেশটি। আইসিসি জানিয়েছে, করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলেও খেলা যাবে ম্যাচে।
ক্রিকেট ডট কম ডট এইউএর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে কোনো বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে না, করোনা পজিটিভ হলেও কোনো খেলোয়াড়কে আইসোলেশনে যেতে হবে না। বিষয়টা বিবেচনা পুরোপুরি দলের ডাক্তারের হাতে ছেড়ে দিয়েছে আইসিসি।
ডাক্তারের বিবেচনায় যদি কোনো খেলোয়াড় ম্যাচ খেলার মতো ফিট থাকেন, তাহলে করোনা পজিটিভ হয়েও ম্যাচে খেলতে পারবেন। তবে দলের কেউ করোনা পজিটিভ প্রমাণিত হলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। আক্রান্ত খেলোয়াড় করোনা নেগেটিভ হলে আবার দলে ফেরার রাস্তাটাও খোলা রাখা হয়েছে এক্ষেত্রে।
করোনা পজিটিভ হয়ে ম্যাচে খেলার সুযোগ অবশ্য এবারই প্রথম দেওয়া হচ্ছে না। এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এমন সুযোগ দেওয়া হয়েছিল। সে সুযোগটা কাজেও লাগানো হয়েছিল।
সেই প্রতিযোগিতার সোনার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। সেই ম্যাচের আগে তালিয়া ম্যাকগ্রা করোনা পজিটিভ হয়েছিলেন। এরপরও তিনি খেলেন সেই ফাইনালে। যদিও তিনি সেই ফাইনালে বসেছিলেন আলাদা, নিজের ব্যাট করার সুযোগের অপেক্ষা করছিলেন মাস্ক পরে। অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় তিনি বল করেছেন দুই ওভার। শেফালি ভার্মার ক্যাচও নিয়েছিলেন, দলের সবাই যখন তার দিকে ছুটে আসছিল, তখন তিনি সরে গিয়েছিলেন দূরে। যদিও অস্ট্রেলিয়া যখন ৯ রানে জিতে সোনা নিশ্চিত করে ফেলেছিল, তখন অবশ্য এই করোনার কথা সবাই ভুলেই গিয়েছিলেন!
এনইউ/এটি