শেখ রাসেল আন্তর্জাতিক দাবায় শীর্ষে বাংলাদেশ

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ছয় জাতি শেখ রাসেল কাপ দলগত দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ। নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে পাকিস্তানকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে পাকিস্তানের ফিদে মাস্টার আমির করিম, জুনায়েদ সোহেল ও মুহাম্মদ শাজেবকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পাকিস্তানের ফিদে মাস্টার মুহাম্মদ ওয়াকারের কাছে হেরে যান।
শ্রীলংকা ৪-০ গেম পয়েন্টে ভুটানকে পরাজিত করে। শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভা, ফিদে মাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান, কালুয়ারাচ্চি অচিন্তা শামেন ও তেন্নাকোন লিসারা সামাদিত যথাক্রমে কারমা সোনাম, সোনাম চোয়েন, সানগাই নিদুপ ও উগেন ওয়াংচুককে পরাজিত করেন।
মালদ্বীপ ২.৫-১.৫ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করেন। মালদ্বীপের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ সুয়াও ও ক্যান্ডিডেট মাস্টার আব্দুল রহমান আলি যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন। নেপালের সিঙ্গেশ দাস মালদ্বীপের আহমেদ আমান ইব্রাহিমকে পরাজিত করেন এবং মালদ্বীপের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ হাসান নেপালের ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠার সাথে ড্র করেন। আগামীকাল তৃতীয় রাউন্ডে নেপাল বনাম পাকিস্তান, শ্রীলংকা বনাম মালদ্বীপ ও বাংলাদেশ বনাম ভুটান এর মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এজেড/এনইআর