ডার্বির আগে ড্র করে আরো পেছাল রিয়াল
অ্যাটলেটিকো মাদ্রিদ এক সময় চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ধরাছোঁয়ার বাইরেই। তবে শেষ কয়েক ম্যাচে পয়েন্ট খুইয়ে কোচ দিয়েগো সিমিওনের দল চলে এসেছিল রিয়াল মাদ্রিদ থেক হাতছোঁয়া দূরত্বে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে অ্যাটলেটিকো থেকে তিন পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের সুযোগ থাকত ডার্বিতে জিতে নগরপ্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলারও। তবে লা রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলের ড্রতে সে সুযোগ হারিয়েছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা। পয়েন্ট তালিকায়ও পিছিয়েছে আরো।
তবে একটা পয়েন্ট যে অর্জন করেছে রিয়াল, তাতেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কোচ জিদান। সোসিয়েদাদের বিপক্ষে যে হারের শঙ্কাই তৈরি হয়েছিল দলটির!
শেষ চার ম্যাচেই জয় তুলে নেওয়া রিয়াল মঙ্গলবার রাতে শুরুটা করেছিল বেশ বিবর্ণ। সেটা সামলে জিদানের দল প্রথম আক্রমণটা করে ২১ মিনিটে। বাইলাইনের কাছ থেকে লুকাস ভাসকেজের ক্রসে মারিয়ানো ডিয়াজের হেডার ক্রসবারে প্রতিহত না হলে হয়তো রিয়াল এগিয়ে যেতে পারত তখনই। ফিরতি সুযোগে মার্কো অ্যাসেনসিওর শটও সোসিয়েদাদ রক্ষণ ঠেকিয়েছে দারুণ দক্ষতায়। কর্নার থেকেও রাফায়েল ভারানের চেষ্টা প্রতিহত হয় ক্রসবারে।
আধ মিনিটের ব্যবধানে তিনটি সুযোগই যেন রিয়ালকে আচমকা চনমনে করে তোলে। মিনিট তিনেক পর ক্যাসেমিরোর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৩ মিনিটে গোলরক্ষক অ্যালেক্স রামিরোর কল্যাণে রক্ষা পায় সফরকারীরা।
প্রথমার্ধে প্রথাগত ৪-৩-৩ ছকে খেলতে নামা দলে বিরতির পর একটু পরিবর্তন আনেন জিদান। রক্ষণকে আরও পোক্ত করতে ক্যাসেমিরোকে নামিয়ে আনেন আরেকটু নিচে, তাতে দুই ফুলব্যাক ফেরলান্দ মন্ডি আর লুকাস ভাসকেজের রক্ষণাত্মক দায়িত্বও কমে আসে খানিকটা।
তবে তাতে রিয়ালের লাভ হলো অল্পই। উইংব্যাক ফেরলান্দ মন্ডিকে পরাস্ত করে ডান প্রান্ত থেকে রিয়াল বিপদসীমায় ক্রস ফেলেন সফরকারী ফুলব্যাক নাচো মুনরেয়াল, উদ্দেশ্য ক্রিশ্চিয়ান পোর্তু, চলতি লিগের সবকটি লক্ষ্যে থাকা শটই পরিণতি পেয়েছে গোলে। সে ক্রসে মাথা ছুঁইয়ে ‘অবধারিত’ সাফল্যটা তুলে নেন পোর্তু। তাতে তিন ম্যাচ পর গোল হজম করে রিয়াল। গোলের কিছু পরই আবারও পুরনো ছকেই ফিরে যায় রিয়াল। তাতে আক্রমণের ধারও বাড়ে কিছুটা। ক্যাসেমিরো আর রদ্রিগোর শটদুটো লক্ষ্যভ্রষ্ট না হলে অনেক আগেই সমতা ফেরান হতো রিয়ালের।
তবে রিয়াল গোলও হজম করতে পারত আরো। আলেক্সান্দার ইসাক যদি না দুটো সুবর্ণ সুযোগ নষ্ট করতেন। যে কারণে ম্যাচের শেষ পর্যন্ত পয়েন্ট উদ্ধারর আশা ছিল রিয়ালের। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে অবশেষে কোচ জিদানকে স্বস্তি দেন রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ভাসকেজের পাস থেকে ডান পায়ের শটে গোল করে ১-১ সমতা ফেরান তিনি।
রিয়ালের এই ড্রয়ে লাভ হয়েছে বার্সার। এক দিন আগে জয় তুলে নিয়ে দলটি চলে এসেছিল লিগের দ্বিতীয় স্থানে। রিয়াল জিতলেই ফিরে পেত জায়গাটা। কিন্তু সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হওয়ায় তা আর হয়নি জিদানের শিষ্যদের। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৩। সমান পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে তালিকার দুইয়ে আছে বার্সেলোনা। আর শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট অর্জন করেছে ৫৮, ম্যাচ খেলেছে একটি কম। সেই অ্যাটলেটিকোই পরবর্তী প্রতিপক্ষ রিয়ালের।
এনইউ